শাহ আমানত বিমানবন্দরে পরিত্যক্ত লাগেজ থেকে বিপুল পরিমাণ মন্ড সিগারেট জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার সংলগ্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় থাকা ৬টি লাগেজ থেকে ৮০০ কার্টন মন্ড সিগারেটের একটি বড় চালান উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সিগারেটগুলো উদ্ধার করা হয় বলে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, লাগেজগুলোর কোনো মালিকানা পাওয়া না যাওয়ায় কাস্টমস শাখা সেগুলোকে পরিত্যক্ত মালামাল হিসেবে জব্দ করে। জব্দকৃত এ চালান থেকে প্রায় ৯০ লাখ টাকা রাজস্ব আদায় হবে।
কাস্টমস সূত্রে জানা গেছে, বিদেশি সিগারেট সাধারণ আমদানি ও বন্ডেড ওয়্যারহাউস—এই দুই পদ্ধতিতে আনার সুযোগ আছে। সাধারণ আমদানির ক্ষেত্রে উচ্চ শুল্ক-কর পরিশোধ করতে হয়, আর বন্ডেড ওয়্যারহাউসের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে শুল্কমুক্ত সুবিধায় সিগারেট আনা যায়।
বৈধভাবে সিগারেট আমদানিতে ৬০২ শতাংশ শুল্ক-কর দিতে হয়। কিন্তু এত শুল্ক-কর পরিশোধ করে বন্দর দিয়ে সিগারেট আমদানির নজির নেই। বর্তমানে বন্ডেড ওয়্যারহাউসগুলো অল্প পরিমাণে শুল্কমুক্ত সুবিধায় সিগারেট আনছে।
এদিকে বিমানবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধভাবে দক্ষিণ কোরিয়ার ইজি ও মন্ড ব্র্যান্ডের সিগারেট আনার প্রবণতা বেড়েছে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।











