ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৫ - ৭:১৭ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে উদ্বোধন করা হয়েছে ২৪ কিঃমিঃ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

  • আপডেট: Saturday, December 6, 2025 - 3:11 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই হতে রাঙামাটি পৌরসভা পর্যন্ত ২৪ কিঃমিঃ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটির পর্যটন, সৌন্দর্য, পাহাড়-লেক এবং খেলাধুলা, সবুজায়ন, আলোকায়ন ও পরিচ্ছন্ন পৌরসভা গড়াই লক্ষ্য—রাঙামাটি পৌরসভার আয়োজনে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট হতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে রাঙামাটি পৌরসভা পর্যন্ত শেষ হয়। এতে ৩ শ’ জন পুরুষ ও মহিলা প্রতিযোগী এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন।

 

পৌরসভা সূত্রে জানা যায়,

পুরুষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়—

১ম বিজয়ী পাবে দশ হাজার টাকা,

২য় বিজয়ী আট হাজার টাকা

এবং ৩য় বিজয়ী ছয় হাজার টাকা।

 

মহিলা বিভাগে—

১ম বিজয়ী দশ হাজার টাকা,

২য় বিজয়ী আট হাজার টাকা

এবং ৩য় বিজয়ী ছয় হাজার টাকা।

 

এছাড়াও চল্লিশোর্ধ্ব দৌড় প্রতিযোগিতায়—

১ম বিজয়ী পাবে ৫ হাজার টাকা,

২য় বিজয়ী ৪ হাজার টাকা

ও ৩য় বিজয়ী পাবে ৩ হাজার টাকা।

 

ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং রাঙামাটি পৌর প্রশাসক মোবারক হোসেন। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনসহ রাঙামাটি জেলা পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পৌরসভার উপপরিচালক বলেন, “বিশ্বের নিকট রাঙামাটির সৌন্দর্য, কাপ্তাই লেক, সবুজ পাহাড়, বনায়নকে আরও পরিচিত করা এবং সবুজায়ন, আলোকায়ন ও পরিচ্ছন্নতা লক্ষ্য আমাদের মূল উদ্দেশ্য এই ম্যারাথন। আশাকরি খেলাধুলার মাধ্যমে মনোনিবেশ করে সকলে সুস্থ থাকবে—এটাই প্রত্যাশা।”

 

এসময় কাপ্তাই সুইডেন পলিটেকনিক রোভার স্কাউটস, কাপ্তাই বন বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও রেডক্রিসেন্ট ম্যারাথন দৌড়ে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করেন।