ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৫ - ১:৪৭ অপরাহ্ন

শিরোনাম

বাঙ্গালহালিয়া বায়তুন নুর জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

  • আপডেট: Saturday, December 6, 2025 - 12:04 pm

রাজস্থলী প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া বায়তুন নুর জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

৫ই ডিসেম্বর শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে উপজেলা বিএনপির সদস্য মোঃ আলাউদ্দিন মাঝির উদ্যোগে ডাকবাংলা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল মান্নান বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন।

 

এ সময় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কুদ্দুস, রাজস্থলী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান (সাংবাদিক), বাঙ্গালহালিয়া ৬ নং ওয়ার্ডের বিএনপির সহসভাপতি আব্দুল রশিদ এবং ডাকবাংলা পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।