ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৫ - ৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম

তফসিল পেছাতে এনসিপির আবদার, ইসিকে অনড় থাকার তাগিদ বিএনপি-জামায়াতের

  • আপডেট: Saturday, December 6, 2025 - 4:05 pm

জাগো জনতা অনলাইন।। খালেদা জিয়ার অসুস্থতার কারণে তফসিল পেছানোর এনসিপির প্রস্তাবে ভিন্নমত প্রকাশ করেছে বিএনপি ও জামায়াত। বিএনপির প্রশ্ন এনসিপি কবে, কীভাবে তাদের মুখপাত্র হলো? জামায়াতের মন্তব্য, সবাই যখন নির্বাচনের জন্য প্রস্তুত, তখন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করলে তা কেউ গ্রহণ করবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল বা নির্বাচন পেছালে জনগণের আস্থা নষ্ট হবে।

নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই কৌশল ও পাল্টা কৌশলের খেলায় ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষ। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও কেটে গেছে এক বছরেরও বেশি সময়।

অবশেষে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে জোরেশোরে। রাজনৈতিক দলগুলো মনোনয়ন চূড়ান্ত করার কাজে ব্যস্ত। সক্রিয় রয়েছে নির্বাচন কমিশনও।

এমন অবস্থায় প্রধান নির্বাচন কমিশনারকে শিগগির তফসিল ঘোষণা না করার অনুরোধ জানিয়েছে এনসিপি। দলটির দাবি, বেগম জিয়ার স্বাস্থ্য ও বিএনপির ‘নাজুক পরিস্থিতি’ বিবেচনায় রাখা উচিত।

এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ওনারা দ্রুত তফসিল দিতে চাইছেন। আমরা বলেছি, রাজনৈতিক সংকটময় পরিস্থিতি বিবেচনায় রাখা দরকার। বেগম জিয়ার প্রতি সবার আবেগ-অনুভূতি আছে, এটি শুধু বিএনপি-কেন্দ্রিক নয়।

বিএনপি এতে বিস্ময় প্রকাশ করে জানায়, এনসিপি তাদের মুখপাত্র নয়। জামায়াতও বলছে, তফসিল পেছানোর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের সমস্যা হলে আমরা বলব। এনসিপি কি আমাদের মুখপাত্র? আমরা তো এখনও বলিনি তফসিল দিতে নিষেধ করার কথা। বরং আমাদের এখনো মনে হচ্ছে তফসিল যত দ্রুত ঘোষণা হবে, দেশে আইনশৃঙ্খলা ও শান্তি তত দ্রুত ফিরে আসবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তারা কেন এমন বলেছেন, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। বেগম খালেদা জিয়ার অসুস্থতা দেশে–বিদেশে সবার উদ্বেগের বিষয়। কিন্তু এ নিয়ে কোনোভাবেই রাজনীতি করার সুযোগ নেই বলে আমরা মনে করি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল পিছিয়ে দিলে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মো. মাহবুবুর রহমান বলেন, আর একদিনও নয়, ফেব্রুয়ারি মানেই ফেব্রুয়ারি। ওই সময়েই নির্বাচন হওয়া উচিত। যদি বিএনপিও ফেব্রুয়ারিতে নির্বাচন না চায়, তবে সরকার প্রস্তুত থাকলে দ্রুতই নির্বাচন করে ফেলা উচিত।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের স্বার্থেই সঠিক সময়ে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের অনড় থাকা জরুরি।