ঢাকা | ডিসেম্বর ৫, ২০২৫ - ৯:১৭ অপরাহ্ন

শিরোনাম

কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-কার্তুজসহ আটক ১

  • আপডেট: Friday, December 5, 2025 - 7:22 pm

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, কার্তুজসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) উপজেলার ১ নং বৈরাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে তার নিজ বাড়ি হতে যৌথ বাহিনী ও কর্ণফুলী থানার যৌথ উদ্যোগে অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাশেদ নুর রাশু (৩৮), উত্তরবন্দর ০২ নং ওয়ার্ড খোট্টাপাড়া, কর্ণফুলী। তার নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত রাজ্জাক নুরের পুত্র।

থানা সূত্রে জানা যায়, চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছে থাকা দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, যৌথ বাহিনীর অভিযানে ১টি দেশীয় অস্ত্র ও ৩টি কার্তুজসহ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ধারা–১৮৭৮ (১৯) সালের অস্ত্র আইনে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।