বান্দরবানে সম্প্রীতির বার্তা নিয়ে লিফলেট বিতরণ করছে সিএইচটি সম্প্রীতি জোট
বান্দরবান প্রতিনিধি।
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে সিএইচটি সম্প্রীতি জোট বান্দরবানে শুরু করেছে মাসব্যাপী সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বান্দরবান কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে ও আশপাশের এলাকায় এ কার্যক্রমের দ্বিতীয় দিনের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, চট্টগ্রাম মহানগর সংগঠক অং সি হ্লা মারমা এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের হাতে লিফলেট তুলে দিয়ে শান্তি, সহাবস্থান, বৈষম্যহীন সমাজ গঠন এবং পার্বত্য চট্টগ্রামের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার বিষয়ে সচেতনতা তৈরি করেন।
লিফলেটে সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি সমস্যার ন্যায্য সমাধান, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ, বৈষম্যহীন সহাবস্থান প্রতিষ্ঠা এবং পার্বত্য অঞ্চলের সব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির মতো গুরুত্বপূর্ণ দাবি ও বার্তা তুলে ধরা হয়েছে।
ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন, “পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি চাইলে সবাইকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মুল্যবোধে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে বিভেদ ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রাখতে হবে।”
তিনি আরও জানান, আগামী এক মাস বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি—এই তিন জেলায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করবে সিএইচটি সম্প্রীতি জোট।
দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া দেখা যায় এবং তারা শান্তি ও সম্প্রীতির এই উদ্যোগকে স্বাগত জানান।











