বান্দরবানে অর্থের বিনিময়ে প্রহসনমূলক কমিটি বাতিলের দাবীতে এনসিপির সংবাদ সম্মেলন
বান্দরবান প্রতিনিধি:
প্রকৃত ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করে “প্রহসনমূলক পকেট কমিটি” গঠনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান পার্বত্য জেলা। শুক্রবার (৫ ডিসেম্বর) বান্দরবান শহরের জাফরান রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন কমিটি বাতিল ও পুনর্গঠনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বর্তমান যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, “ঘোষিত নতুন কমিটির অধিকাংশ সদস্য অতীতে এনসিপির কর্মকাণ্ডে কোনো ভূমিকা রাখেননি। অর্থের বিনিময়ে বহিরাগতদের অন্তর্ভুক্ত করে একটি প্রহসনমূলক কমিটি গঠন করা হয়েছে, যা আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি।” তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “ত্যাগী নেতাদের যথাযথ সম্মান দিয়ে কমিটি পুনর্গঠন করতে হবে, অন্যথায় আমরা সম্মিলিতভাবে পদত্যাগ করতে বাধ্য হব।”
বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক তপন মার্মা বলেন, “যতদিন পর্যন্ত সংশোধিত ও সঠিক কাঠামোর কমিটি ঘোষণা না করা হবে, ততদিন আমরা এনসিপির কোনো কর্মকাণ্ডে অংশ নেব না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-শহিদুল ইসলাম (সোহেল) – প্রধান সমন্বয়কারী ও বর্তমান যুগ্ম আহ্বায়ক, তপন মার্মা – যুগ্ম সমন্বয়কারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খালেদ মাসুদ – যুগ্ম সমন্বয়কারী (বর্তমানে সদস্য হিসেবে দেওয়া হয়েছে),গোলাম মোস্তফা – পূর্বের সদস্য (বর্তমানে যুগ্ম সদস্য), লিটন কান্তি পাল – বর্তমান যুগ্ম সদস্য সচিব ছাড়াও সাদ্দাম হোসেন, জোবাইদ হোসেন ইমরান, ইয়াসিন আরাফাত সহ অন্যান্য নেতা কর্মীরা।
নেতারা বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের সঠিক নেতৃত্ব নিশ্চিত করতে অবিলম্বে কমিটি পুনর্বিবেচনা করা প্রয়োজন।











