চট্টগ্রাম–হাটহাজারী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ড্রাইভার নিহত
ফটিকছড়ি প্রতিনিধি।
৫ অক্টোবর (শুক্রবার) ভোরে, বিদেশগামী যাত্রী বহনকারী একটি হাইএস গাড়ি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলে, পথিমধ্যে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় গাড়িটি বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি মিনি ট্রাকের মুখোমুখি হয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় গাড়ির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
গাড়িচালক মু. কাওছার (২৬)—পিতা জাহাঙ্গীর, পেশায় ড্রাইভার—ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত চালক কাওছার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের চাঁনপুর নতুন পাড়া এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীর ড্রাইভারের পুত্র।
তিনি বিদেশগামী যাত্রী নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।











