ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৫ - ৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম

পানছড়িতে বিজিবির উদ্যোগে টিউবওয়েল স্থাপন

  • আপডেট: Thursday, December 4, 2025 - 6:58 pm

আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুধুকছড়ি গ্রামে টিউবওয়েল স্থাপন ও কৃষি উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম শান্তিনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ত্রিপুরাপাড়ায় দুটি টিউবওয়েল স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন। পাশাপাশি অসহায় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন তিনি।

এসময় তিনি অংজপাড়া গ্রামে উযেয়া বৌদ্ধ বিহার ও শ্মশান সংস্কারের জন্য ধর্মীয় গুরুর হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

জোন কমান্ডার জানান, সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন ও কল্যাণে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।