ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৫ - ৭:২০ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, December 4, 2025 - 6:07 pm

মোঃ সুমন খান, রাজস্থলী।

রাঙামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে রাঙামাটি রাজস্থলী উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সুমন খানের সঞ্চালনায়, প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি মোঃ আজগর আলী খানের সভাপতিত্বে প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় ক্লাবের সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সার্বিক শৃঙ্খলা ও পরিবেশ-পরিস্থিতি উন্নয়নের বিষয়সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রস্তাব সকলে মিলে গৃহীত হয়েছে।

নবনির্বাচিত প্রেস ক্লাবের কমিটির সংবর্ধিত সাংবাদিকরা হলেন— সিনিয়র সহ-সভাপতি চাথোইমং মারমা, সাংবাদিক হারাধন কর্মকার, সহ-সভাপতি কাইয়ুম হোসেন মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক উচ্চপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ, অর্থ সম্পাদক নুসরাত জাহান নিশু এবং সিনিয়র কার্যকরী নির্বাহী সদস্য মোঃ আইয়ুব চৌধুরী, সদস্য মোঃ হাবিবুল্লাহ মিসবা।

সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় প্রেস ক্লাবের সম্মানিত সকল সদস্যকে পূর্বের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে ব্লেজার উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন।