ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৫ - ৭:২১ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে সিএইচটি’র লিফলেট বিতরণ

  • আপডেট: Thursday, December 4, 2025 - 5:54 pm

বান্দরবান প্রতিনিধি।
বান্দরবান শহরের বিভিন্ন এলাকায় সিএইচটি সম্প্রীতি জোট এর পক্ষ থেকে শান্তি, সম্প্রীতি ও স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, চট্টগ্রাম মহানগরের সংগঠক অং সি হ্লা মারমা ও অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদি শান্তি ও সামাজিক সহাবস্থান নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

লিফলেটে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা নিশ্চিতকরণ, বৈষম্যহীন সহাবস্থান, ভূমি সমস্যার ন্যায়সংগত সমাধান, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ, এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার দাবিসহ এলাকার স্থায়ী শান্তির জন্য গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়।

ইঞ্জি. থোয়াই চিং মং শাক বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি নিশ্চিত করতে হলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতির মূল্যবোধে একত্রিত হতে হবে। একই সঙ্গে তরুণদের বিভাজনমূলক রাজনীতি ও সহিংসতার পথ থেকে দূরে রেখে উন্নয়ন, নিরাপত্তা ও ভ্রাতৃত্বের পথকে বেছে নেওয়ার আহ্বান জানানো হয়।

দিনব্যাপী এই লিফলেট বিতরণ কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে এবং অনেকে সম্প্রীতি প্রতিষ্ঠার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।