ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৫ - ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম

বিদ্যালয় উদ্বোধন এবং মতবিনিময় সভা করল রামু ব্যাটালিয়ন

  • আপডেট: Wednesday, December 3, 2025 - 8:42 pm

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি, কক্সবাজার।

 

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিজস্ব অর্থায়নে ছোট আগলা পাড়ায় নির্মিত প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ শিক্ষার উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ উল্লেখ করেন, আলীকদমে নিজস্ব অর্থায়নে নির্মিত ছোট আগলা পাড়া প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে।

 

রামু ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক আরও জানান, নির্মিত এ বিদ্যালয় স্থানীয় জনসাধারণের মাঝে গভীর আনন্দ ও আশার সঞ্চার করেছে। উদ্বোধনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী ও ছোট আগলা বিওপির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। রামু ব্যাটালিয়নের অধিনায়ক কর্তৃক উদ্বোধনকৃত স্কুলটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য ছোট আগলা পাড়ার কারবারীর নিকট নগদ অর্থ হস্তান্তর করা হয়েছে। এছাড়াও স্কুলের জন্য ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টারসহ প্রয়োজনীয় শিক্ষা–সহায়ক সামগ্রী বিতরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পরে অধিনায়কের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।