ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৫ - ৮:১৯ অপরাহ্ন

শিরোনাম

সামাজিক বিচার ব্যবস্থায় হেডম্যান-কার্বারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দীপেন দেওয়ান

  • আপডেট: Wednesday, December 3, 2025 - 6:58 pm

রাঙামাটি শহরের পর্যটন অডিটোরিয়াম হলে বুধবার (০৩ ডিসেম্বর) সকালে হেডম্যান-কার্বারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাঙামাটি-২৯৯ নং আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।

এডভোকেট দীপেন দেওয়ান বলেন, সামাজিক বিচার ব্যবস্থায় হেডম্যান-কার্বারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, প্রথাগত প্রতিষ্ঠান রক্ষা করা সবার দায়িত্ব। নির্বাচিত হলে আঞ্চলিক দলগুলোর সঙ্গে দলীয় প্রধান ও রাষ্ট্রপ্রধানের সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়া হবে, যাতে দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানের পথ তৈরি হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) মনিষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

সভায় অংশ নেওয়া নেতৃবৃন্দ স্থানীয় সমস্যার সমাধান, প্রথাগত কাঠামো রক্ষা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।