ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৫ - ৮:২০ অপরাহ্ন

শিরোনাম

খাগড়াছড়িতে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের মাঝে জেলা পরিষদের সহায়তা

  • আপডেট: Wednesday, December 3, 2025 - 6:51 pm

নিজস্ব প্রতিবেদক।

খাগড়াছড়িতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে অসহায়, দৃষ্টিপ্রতিবন্ধী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় ৬ ভিক্ষুককে ৬টি গরু, দৃষ্টিপ্রতিবন্ধীদের সাদা ছড়ি ও হুইলচেয়ার এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ১৫ লক্ষাধিক টাকার সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।

বুধবার সকালে টাউন হল প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। পরে রঙিন শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত প্রদর্শনীতে প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি পণ্য ও চিত্রকর্ম স্থানীয়দের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, সদস্য সাথোয়াই প্রু চৌধুরী, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, “প্রতিবন্ধী মানুষ সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের উন্নয়নে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। জেলা পরিষদ ভবিষ্যতে এ সহায়তা আরও বৃদ্ধি করবে।”
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, সরকারের বিভিন্ন সহায়তা প্রকল্প আরও সক্রিয়ভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা সিভিল সার্জন ডা. ছাবের বলেন, সচেতনতা বাড়ালে অনেক প্রতিবন্ধিতাই প্রতিরোধ করা সম্ভব।
জেলা সমাজসেবা কর্মকর্তা ওয়ালী উল্লাহ জানান, সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রতিবন্ধীদের স্বনির্ভর করতে সহায়তা করছে এবং খাগড়াছড়িতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেল গড়ে তোলার পরিকল্পনা চলছে।