চট্টগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি, স্বাস্থ্যসেবা ব্যাহত
সারাদেশের মতো চট্টগ্রামের ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করছে।
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করেন।
সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির কারণে চট্টগ্রামজুড়ে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় সেবা না পেয়ে রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
চট্টগ্রামে অন্যান্য স্থানের মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মবিরতি চলছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. ইউনুচ খান বলেন, “আমরা বেশ কয়েক যুগ ধরে বৈষম্যের শিকার, সম যোগ্যতার অন্য ডিপ্লোমাধারীদের দশম গ্রেড অনেক আগে বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমাদের ফাইল বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। কিন্তু সেখানে কালক্ষেপণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “যতদিন প্রজ্ঞাপন দেওয়া হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে। আজকের আন্দোলন সকাল ৮ টা থেকে ১২টা পর্যন্ত। আজকের মধ্যে কোনো দাবি মেনে না হলে কাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি চলবে।”











