ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৫ - ৫:৫০ অপরাহ্ন

শিরোনাম

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার

  • আপডেট: Wednesday, December 3, 2025 - 4:03 pm

মোঃ সুমন খান, রাজস্থলী

 

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

 

৩ ডিসেম্বর সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ মাঠে এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব দেবাশীষ কুমার দাশ।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোতালেফ এস এস ও, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার নাজিম উদ্দিন, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতে ইসলামের সভাপতি মৌলানা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল নোমান, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা আশিষ ভৌমিক প্রমুখ।

 

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর, স্কুল, কলেজের ১৩টি স্টল প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করেন। পরে অতিথিরা মেলায় অংশ নেওয়া স্টলগুলো পরিদর্শন করেন।