ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৫ - ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

জরিমানায় পড়া সেই লাজ ফার্মার মালিক জামায়াতের এমপি প্রার্থী নন

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 11:05 pm

জাগো জনতা অনলাইন।।  ঢাকা-১৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী কর্নেল (অব:) আব্দুল বাতেনকে জড়িয়ে  সামাজিক মাধ্যম অপপ্রচার চালাচ্ছে একটি মহল। তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে তার শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

জানা যায়, গত রোববার (৩১  নভেম্বর) লাজ ফার্মার টাঙ্গাইল শাখায় অভিযান পরিচালনা করে নকল ওষুধ বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এবং টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের সেনেটারি ইন্সপেক্টর শাহেদা আক্তার, ড্রাগ সুপার জাফরসহ যৌথবাহিনীর সদস্যরা। ওই জরিমানা ও অভিযানকে মিরপুর-১২ লাজ ফার্মার বলে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়ে দেয়া হয়। কারণ লাজ ফার্মা মিরপুর-১২ পরিচালনা করেন জামায়াতের এমপি প্রার্থী কর্নেল (অব:) আব্দুল বাতেন।

এমপি প্রার্থী বাতেন বলেন, গত রোববার লাজ ফার্মার টাঙ্গাইল শাখায় একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে  নকল ওষুধ বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ বিষয়টাকে লাজ ফার্মা মিরপুর-১২ শাখার বলে বিভিন্ন অনলাইন ও সামাজিক মাধ্যম অপপ্রচার করা হয়। যাতে আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে আমার গ্রহণযোগ্যতা কমে যায়। মূলত আমার জনপ্রিয়তা দেখে অনেকেরই ভয় ডুকে গেছে, তাই হয়তো এই অপপ্রচার।

ভোক্তা অধিকার জানিয়েছে, লাজ ফার্মার মিরপুর-১২  শাখায় কোন অভিযান বা জরিমানা করা হয়নি। তবে গত রোববার (৩১ নভেম্বর)  লাজ ফার্মার টাঙ্গাইল শাখায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

লাজ ফার্মা সূত্রে জানা যায়, সারা দেশে লাজ ফার্মার ৯২টি ব্রাঞ্চ রয়েছে। মিরপুর–১২ নম্বর ব্রাঞ্চটি কর্নেল বাতেন পরিচালনা করেন। তিনি লাজ ফার্মার ফ্র্যাঞ্চাইজি নিয়ে এখানকার শাখাটি চালান। আর যে ঘটনাটি নিয়ে প্রচার করা হচ্ছে, তা ঘটেছে টাঙ্গাইল ব্রাঞ্চে। মিরপুর–১২ শাখা বা কর্নেল বাতেনের সঙ্গে এর কোন সর্ম্পক নেই।