ঢাকা | ডিসেম্বর ২, ২০২৫ - ৯:৫২ অপরাহ্ন

শিরোনাম

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোংলায় মিলাদ মাহফিল

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 7:45 pm
স্টাফ রিপোর্টার, মোংলা।। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও প্রজন্ম দল মোংলা পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক। আরো বক্তব্য রাখেন সাবেক পৌর যুবদলের সভাপতি এমরান হোসেন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজালাল সাব্বির।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নুর উদ্দিন টুটুল , প্রজন্ম দলের আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন, সদস্য সচিব মো: সগীর হোসেনসহ
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।