ঢাকা | ডিসেম্বর ২, ২০২৫ - ৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম

পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক সহায়তা করলেন প্রভাষক আবু তালেব

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 6:20 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। কাপ্তাই পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক সহায়তা করলেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের সদস্য, ১৯৮২ ব্যাচের মেধাবী শিক্ষার্থী, বর্তমান কর্ণফুলী সরকারি কলেজের প্রভাষক আবু তালেব।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দপ্তরে প্রভাষক আবু তালেবের ব্যক্তিগত পক্ষ হতে পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য ১০,০০০ (দশ হাজার) টাকার চেক প্রদান করা হয়।

এই চেক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর নবী, সহকারী প্রধান শিক্ষক লাভলী রাণী বড়ুয়া, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম হেলোয়ালী এবং প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক টিটু সুলতান, সদস্য সচিব শেখ রায়হান আকাশ ও অর্থ সচিব গিয়াসউদ্দিন আজাদ।

এমন মহতী উদ্যোগের জন্য সকলে প্রভাষক আবু তালেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।