ঢাকা | ডিসেম্বর ২, ২০২৫ - ৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশ

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 5:31 pm

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।

 

রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশ আয়োজন করেছে ২ ডিসেম্বর চুক্তি উদযাপন কমিটি।

 

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় তুলাবান স্পোর্টিং ক্লাব মাঠে ৩৩ নং মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমার সভাপতিত্বে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনসংহতি সমিতির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা জেএসএস সভাপতি পলক জ্যোতি চাকমা, জেএসএসের সাবেক সহ সাধারণ সম্পাদক ত্রীদিব চাকমা, সমাপ্তি দেওয়ানসহ আরও অনেকে।

 

বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর হলেও চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। বক্তারা আরও বলেন, চুক্তি করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে, আওয়ামী লীগ সরকার বা কোনো ব্যক্তির সাথে নয়। চুক্তি বাস্তবায়ন নিয়ে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে, তাই সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।