ঢাকা | ডিসেম্বর ২, ২০২৫ - ১২:৪৫ অপরাহ্ন

পিলখানা হত্যাযজ্ঞ: গ্রেপ্তার হতে পারেন সোহেল তাজ মুন্নি সাহা জ ই মামুন বুলবুল

  • আপডেট: Tuesday, December 2, 2025 - 9:35 am

জাগো জনতা অনলাইন।। লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য বলেছেন, বিডিআর তদন্ত রিপোর্ট জমা দেয়ার পরে আমার অনুমান অনেকেই গ্রেপ্তার হবেন। শুরুর দিকে সোহেল তাজ আর মুন্নি সাহাও থাকতে পারে।

সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

পিনাকী অন্য একটি পোস্টে বলেন, আমার অনুমান আরো যারা বিডিআর ইস্যুতে গ্রেপ্তার হতে পারে জ ই মামুন, মঞ্জুরুল আহসান বুলবুল।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুনঃতদন্তের দাবি ওঠায় গত ২৪ ডিসেম্বর সরকার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। সাক্ষ্যদাতাদের মধ্যে নিহতদের পরিবার, রাজনৈতিক নেতা, সামরিক-বেসামরিক কর্মকর্তা, পুলিশ সদস্য, সাবেক ও বর্তমান বিডিআর-বিজিবি সদস্য, কারাবন্দি ব্যক্তি ও তিনজন সাংবাদিকও ছিলেন।