ঢাকা | ডিসেম্বর ১, ২০২৫ - ৬:৫২ অপরাহ্ন

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির ভাল্ব চুরি: পানির সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট: Monday, December 1, 2025 - 4:22 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৩০ নভেম্বর) রাত ১১টা হতে সোমবার (১ ডিসেম্বর) ভোর পর্যন্ত এই চুরির ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় ৩টি বেসিনের পানির স্টিল ট্যাপ এবং ছাদ থেকে পানির লাইনের ৮টি স্টিলের গেট ও ভাল্ভ চুরি হয়ে যায়। যার ফলে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ হয়ে গেলেও আবারও আজ সকালে ভাল্ভ এনে ঠিক করে পানি সরবরাহ চালু করি।

স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, হাসপাতালের ২টি নৈশ প্রহরীর পোস্ট থাকলেও কর্মরত আছেন ১ জন। তাও তিনি বিগত ৫ বছর ধরে অসুস্থ। তাঁর পরিবর্তে একজন দায়িত্ব পালন করে আসছেন। এই বিষয়ে সোমবার কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।

কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, হাসপাতালের পক্ষ হতে সোমবার কাপ্তাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালে নিয়মিত নাইটগার্ড নেই, অন্য একজনকে দিয়ে নাইটগার্ডের দায়িত্ব পালন করা হচ্ছে, যার ফলে চুরির ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।