ঢাকা | ডিসেম্বর ১, ২০২৫ - ৬:৪৯ অপরাহ্ন

ঐক্যই আমাদের শক্তি: ঢাবি উপাচার্য 

  • আপডেট: Monday, December 1, 2025 - 4:44 pm

ঢাবি সংবাদদাতা।। ঢাকা বিশ্বিবদ্যালয় (ঢাবি) উপচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, এই জাতি প্রয়োজনের মুহূর্তে সবসময়ই ঐক্যবদ্ধ হতে জানে। ১৯৭১ থেকে ২০২৪ আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশমাতৃকার সংকটে একসাথে দাঁড়িয়েছি। ইতিহাস বারবার এই সত্যের সাক্ষ্য বহন করেছে। তাই ঐক্যই আমাদের শক্তি। বিজয়ের এই মাস আমাদের সেই ঐক্যবদ্ধতার চেতনাকে আরও শক্তিশালী করুক-এই কামনা করি।

আজ সোমবার মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ঢাবিতে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়। ওই র‌্যালি শেষে তিনি এসব কথা বলেন।

উপচার্য বলেন, ১৯৭১ সালের এ মাসেই আমাদের জাতি চূড়ান্তভাবে রুখে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত নিয়ে অর্জন করেছিল চূড়ান্ত বিজয়। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৪ই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের, যাঁদের রক্তে আমাদের স্বাধীনতার ভিত্তি আরো দৃঢ় হয়েছে।

উপাচার্য আরও বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামের সুনাম ঢাকা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ করেছে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান বারবার প্রমাণ করেছে-স্বাধিকার, ন্যায় ও মানবিক মূল্যবোধের পক্ষে আমরা অটল। আজ আমরা জাতির এই অর্জনকে স্মরণ করছি। প্রার্থনা করি-এই চেতনা ভবিষ্যতেও আমাদেরকে আরও সুসংগঠিত ও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলুক।

ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় মানুষের মমতায় বেঁচে থাকে উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, দেশবাসীর ভালোবাসা ও সহযোগিতায় আমরা শক্তি পাই। আজকের এই বিজয় র‌্যালির মধ্য দিয়ে মাসব্যাপী যে কর্মসূচি শুরু হচ্ছে-এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়; এটি জাতির সম্মিলিত আয়োজন। দেশের মানুষ বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়াতলে সমবেত হয়ে আমাদের হাতকে শক্তিশালী করেছেন-আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

উপাচার্য বলেন, আমরা চাই-এই বিজয়ের মাস জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠুক। আমাদের সমাজে ভাঙনের কোনো সুর যেন না শোনা যায়-এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধা আমাদের পথচলার প্রধান শক্তি।

এদিকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯টায় ঢাবি অপরাজেয় বাংলা থেকে র‌্যালিটি শুরু হয়ে টিএসসি ঘুরে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ সিনেট- সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট এবং বহু শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী র‌্যালিতে অংশ নেন।

স্মৃতি চিরন্তন চত্বরে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।