রাঙামাটিতে তারুণ্যের উৎসবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
মোঃ সুমন খান, রাজস্থলী।
রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব শান্তি রতন চাকমা। উপজেলা যুবদলের সুশিমং মারমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান খান।
এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ক্যাম্প অধিনায়ক মেজর তানভীর হাসান সিফাত, জেসিও মো. মফিজ উদ্দিন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদোমং মারমা, প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ঘিলাছড়ি ইউপি সদস্য উদয় মেম্বারসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
খেলায় নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে ১ নং ঘিলাছড়ি একাদশ ফুটবল দল ৪-৩ গোলে বাঙ্গালহালিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক, সন্ত্রাসসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। খেলাধুলা একজন তরুণকে শৃঙ্খলাবোধ ও অধ্যবসায় শেখায় এবং দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা তৈরি করে। সুন্দর ও সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন ও উৎফুল্ল করে তোলে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মনো মারমা, সহকারী রেফারি ছিলেন উবাচিং মারমা ও মংচোথোয়াই মারমা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য রাজু আহম্মেদ।







