ঢাকা | নভেম্বর ২৮, ২০২৫ - ৭:০২ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই এলপিসি শাখার নির্বাচিত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যদের শপথ গ্রহণ

  • আপডেট: Friday, November 28, 2025 - 5:47 pm

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি)-এর অন্যতম প্রতিষ্ঠান লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) শাখার শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ (রেজি নং চট্ট-৫৯৭)-এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় এলপিসি শাখা কনফারেন্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

নির্বাচিতদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান কাপ্তাই এলপিসি শাখার সহ-ব্যবস্থাপক (হিসাব) বিলাস কুমার বিশ্বাস। এসময় শপথ বাক্য পাঠ করেন নির্বাচিত সভাপতি আল-আমিন, সহ-সভাপতি মো. আফছার আলম, সাধারণ সম্পাদক মো. শাহীন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নিতায়ন চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফাহাদ, অর্থ সম্পাদক নাছিমা আক্তার এবং কার্যকরী সদস্য মো. ইয়াছিন আরাফাত। শপথ শেষে বক্তব্য রাখেন সাবেক শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতা আহম্মদ উল্লাহ, মফিজুল ইসলামসহ অফিস কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চলতি বছরের গত ২৮ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হয়।