ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফ-এর সভাপতির সাক্ষাৎ
জাগো জনতা অনলাইন।। তুরস্কের অলাভজনক ইসলামী সংস্থা আইডিডিইএফ-এর সভাপতি মি. মেহমেত তুরান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ শুক্রবার ঢাকা বিশ্বিবদ্যালয় (ঢাবি) উপাচার্যের বাসভবনস্থ কার্যালয়ে আসেন মি. মেহমেত তুরান। এসময় আইডিডিইএফ -এর আন্তর্জাতিক সমন্বয়কারী মি. সালাহউদ্দিন সিলান তাঁর সঙ্গে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, প্রকল্পের স্থপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইডিডিইএফ-এর কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, নতুন মসজিদ কমপ্লেক্সে শিক্ষা ও গবেষণার সুযোগসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এই প্রকল্পের একটি ডিজিটাল জরিপ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে মসজিদের চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইডিডিইএফ কর্তৃপক্ষের মধ্যে এবিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।










