রাজস্থলীতে বিএনপির কল্যাণমুখী রাজনীতির বার্তা পৌঁছে দিতে হবে সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ
মোঃ সুমন খান, রাজস্থলী প্রতিনিধি।
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ বলেছেন, সব শ্রেণির মানুষের কাছে, বিশেষত ভোটারদের সঙ্গে বিনয় এবং সম্মানজনক ব্যবহারের মাধ্যমে বিএনপির কল্যাণমুখী রাজনীতির বার্তা পৌঁছে দিতে হবে।
দেশের স্বার্থ রক্ষা, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের সার্বিক নিরাপত্তা প্রদানই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল চেতনা। ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণির ভোটারের দরজায় গিয়ে শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ এবং তারেক রহমানের দেশ পুনর্গঠনের ৩১ দফা প্রস্তাব তুলে ধরে বিএনপি প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা মডেল মসজিদের হল রুমে রাঙ্গামাটি ২৯৯ আসনের সংসদ প্রার্থী এড. দীপেন দেওয়ান এর পক্ষে নির্বাচনী প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপির মূল লক্ষ্য একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গড়ে তোলা, যেখানে নাগরিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না, নিরাপদ জীবনযাপন করতে পারবে, ব্যক্তিগত মর্যাদা ও সম্মান বজায় থাকবে এবং প্রত্যেকে তার ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারবেন।’
বিএনপি ইতোমধ্যে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, জনস্বাস্থ্য সুরক্ষা, নাজুক সামাজিক শৃঙ্খলা পুনরুদ্ধার, বিপুল সংখ্যক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি এবং বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষা চালুর জন্য ব্যাপক কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে উল্লেখ করে সভাপতি বলেন, ‘আগামী দিনের রাজনীতি পরিচালনা ও দেশকে এগিয়ে নিতে জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের মানসিক পরিবর্তনকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।’
উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মদ রুবেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, সহ-সভাপতি ছকির আহম্মদ, মুইথুই অং মারমা, ইউসুফ খান, সিদ্দিক মোল্লা, সাবেক সম্পাদক চাথোয়াই মারমা, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ম সম্পাদক রফিক আহম্মদ, যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহম্মেদ, কৃষক দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, শ্রমিক দলের সভাপতি আবদুল হামিদ, জাসাস সভাপতি উক্যালা মারমা, সাধারণ সম্পাদক রিপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, তাতী দলের সভাপতি সায়েদ আহম্মদ, মৎস্যদলের সভাপতি মিদুশে মারমা, ওলামা দলের সভাপতি কাজী আবদুল হক, মহিলা দলের সভানেত্রী প্রেমা তালুকদার, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভূবন মোহন তঞ্চঙ্গ্যা সহ বিভিন্ন এলাকা থেকে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











