ঢাকা | নভেম্বর ২৭, ২০২৫ - ৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম

সীমান্তে বিজিবি’র কঠোর অভিযান: এক মাসে ৬ কোটির বেশি চোরাচালান আটক

  • আপডেট: Thursday, November 27, 2025 - 2:37 pm

আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি।চোরাকারবারিদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম রিজিয়ন ঘোষণা করেছে তাদের সাম্প্রতিক সময়ের রেকর্ড-ব্রেকিং সাফল্য। মাত্র এক মাসেই বিজিবি সদস্যরা ৬ কোটি ৩১ লাখ ৮২ হাজার ৫৭৫ টাকারও বেশি মূল্যের অবৈধ মালামাল আটক করতে সক্ষম হয়েছেন!

মাদক সিন্ডিকেটে বিজিবি’র কোপ: জীবন বাঁচানোর মিশন!
তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকবিরোধী কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলছে বিজিবি’র অবিরাম লড়াই। কঠোর টহল ও অভিযানের মুখে চোরাকারবারিরা পিছু হটতে বাধ্য হচ্ছে। আটক হওয়া মাদকের বিশাল বহরের মধ্যে রয়েছে:

বিপুল পরিমাণ গাঁজা: ৩৮৮.৩১ কেজি

বিদেশী মদ ও বিয়ার: ৬৭৭ বোতল (৪৭৭ বোতল মদ, ২০০ বোতল বিয়ার)

ইয়াবা ট্যাবলেট: ৪২৯ পিস

রাজস্ব রক্ষা ও গবাদিপশু পাচার রোধ:
স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করা ও দেশীয় খামারিদের ক্ষতি করা গবাদিপশু পাচার রুখে দিয়েছে বিজিবি। তারা ৫০১টি গরু এবং ৩৬টি ছাগল আটক করে সরকারি কোষাগারে রাজস্ব জমা করেছে। এছাড়াও, বিপুল পরিমাণে অবৈধ কাঠ (১৯,৩১,২৯৩ ঘনফুট), ১১ লক্ষাধিক সিগারেট ফিল্টার, ৩২১০ প্যাকেট বিদেশী সিগারেট এবং অবৈধভাবে পাচার হওয়া ১৭টি বিভিন্ন প্রকার যানবাহন আটক করা হয়েছে।

দুর্গম পাহাড়ে শান্তির নতুন ভোর:
বিজিবি কেবল সীমান্ত রক্ষক নয়, তারা পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা ও আস্থার প্রতীক।

সীমান্তে নতুন শক্তি: গুইমারা সেক্টরের অধীনে রামগড় ব্যাটালিয়নে নতুন একটি বিওপি (ছোটফরিংগা) স্থাপন করা হয়েছে, যা সীমান্তের নজরদারিকে আরও জোরদার করেছে।

অপারেশন উত্তরণ: পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বিজিবি’র অভিযান অব্যাহত। দুঃখজনকভাবে, এই অঞ্চলে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ১১০ জন বীর বিজিবি সদস্য শহীদ হয়েছেন।

সংযমের দৃষ্টান্ত: সম্প্রতি খাগড়াছড়ি জেলায় অবরোধের নামে সংঘটিত সহিংস পরিস্থিতিতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ ধৈর্য ও পেশাদারিত্ব দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বিজিবি: জনকল্যাণে নিবেদিতপ্রাণ!
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও বিজিবি সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করছেন:

চিকিৎসা সেবা: ২টি মেডিক্যাল ক্যাম্পেইনে ৭৪৪ জন দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সহায়তা কর্মসূচি: ১০০০-এরও বেশি মানুষকে আর্থিক অনুদান, গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, সেলাই প্রশিক্ষণ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শিক্ষার আলো: ২৩০০-এরও বেশি গরিব ছাত্র-ছাত্রীকে শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করা হয়েছে।

অগ্নিনির্বাপণে বীরত্ব: গত ০৫ অক্টোবর গুইমারার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস ও অন্যান্য বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজিবি কর্মকর্তারা বলেন, তাঁদের তথ্যভিত্তিক সাংবাদিকতা বাহিনীটির অভিযান পরিচালনায় শক্তি যোগায়। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকলে বিজিবি আরও কার্যকরভাবে অপরাধ দমন করতে পারবে বলে তাঁরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।