কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের হাতে আটক ২
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভ্রাম্যমাণ হকার ও দোকানদারদের কাছ থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে বুধবার জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
গ্রেপ্তারকৃতরা হলেন মোহাজের পাড়ার মোহাম্মদ আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইউনুছ (২০) ও লাইটহাউস এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে মো. সাহেদ (২৫)।
জিজ্ঞাসাবাদে তারা চাঁদা তোলার বিষয়টি স্বীকার করে জানায়, সোহাগ নামে এক ব্যক্তির নির্দেশে তারা এ কাজ করত।
প্রতিটি ভ্রাম্যমাণ দোকানদারের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হতো। যাতে তাদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা না করা হয় সেজন্য প্রশাসনের বিচ কর্মীদের দেওয়া হতো চাঁদার টাকা।
এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সৈকতের সুগন্ধা পয়েন্টসহ বিভিন্ন স্থানে একটি চক্র হকার ও দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করছে—এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, ‘চাঁদাবাজরা যে দলেরই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।’











