বুধবার (২৬ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইনগর এলাকায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়ার সদস্যরা এবং মোংলা থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
আটক হরিণ শিকারির নাম আকতার বিশ্বাস (৪০)। তিনি
মোংলা থানান কানাইনগর এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, অভিযানকালে ৩২ কেজি হরিণের মাংস, দুটি হরিণের মাথা, আটটি পা এবং প্রায় দুই হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। এ সময় একজন হরিণ শিকারিকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ এবং শিকার ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।