বাঘাইছড়িতে মারিশ্যা জোনে সীমান্ত সুপারশপ ক্যান্টিনের শুভ উদ্বোধন
বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন (২৭ বিজিবি)–এ জোনস্থ সীমান্ত সুপারশপ ক্যান্টিনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত এই সুপারশপ ক্যান্টিনের উদ্বোধন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর এম. শাহিনুর রহমান, পদাতিক, জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি এবং অত্র দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, এই সীমান্ত সুপারশপ ক্যান্টিন চালু হওয়ায় জোনের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণও প্রয়োজনীয় পণ্য সহজে ও সাশ্রয়ী দামে ক্রয় করতে পারবেন। এতে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে নতুন মাত্রা যোগ হলো।
অনুষ্ঠানের শেষে জোন কমান্ডার ক্যান্টিনের বিভিন্ন সেকশন পরিদর্শন করেন এবং ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।











