ঈদগাঁও ঢাকাইয়া বাজারে পাওয়া যাবে যা যা জিনিস
ঈদগাঁও উপজেলা প্রতিনিধি, কক্সবাজার।
ঈদগাঁওতে উদ্বোধন হয়েছে “ঢাকাইয়া বাজার”। যা মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা।
রবিবার ২৩ নভেম্বর বিকেলে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়। বাজারটি বসেছে আলমাছিয়া রোডের বঙ্কিম বাজার সংলগ্ন এলাকায়। এর উদ্যোক্তা হচ্ছেন চট্টগ্রামের মোঃ কাউছার। আমন্ত্রিত অতিথি হিসেবে ফিতা কাটেন ঈদগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন। নিউ ফজল মার্কেটে শুরু হয়েছে এ বাজার। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় মোহাম্মদ আমিন, মার্কেট মালিক সাহাব উদ্দিনসহ অনেকে।
আয়োজক মোহাম্মদ কাইছার আরও জানান, এতে ৪০টি স্টল খোলা হয়েছে। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত বাজার সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে কোনো প্রবেশ ফি নেই। বিনোদনের বিভিন্ন রাইডে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রকার শিক্ষার্থীদের জন্য ১০ টাকা হারে ডিসকাউন্ট প্রদান করা হবে। বিনোদনের উপকরণের মধ্যে রয়েছে স্লিপার, মিনি ড্রাগন এবং মিনি নাগরদোলা। অন্যান্য কিছুর মধ্যে মাটি, ফুল, কসমেটিকস, জুতা, সালাত কাটার ডিজিটাল মেশিন (কুচি কুচি), খেলনা, ড্রাই ফুড, চটপটি, ক্রোকারিজ সামগ্রী ও রকমারি খাদ্যের দোকান রয়েছে।
বাজারের প্রশাসনিক অনুমতি রয়েছে কিনা উদ্যোক্তা তা স্পষ্টভাবে করেননি। তবে প্রশাসন অবহিত আছেন বলে তিনি দাবি করেন।
উদ্বোধন উপলক্ষে দুইটি গেটকে আলোকোজ্জ্বল করা সহ চমৎকারভাবে সাজানো হয়েছে। স্টল মালিকদের সাথে কথা বলে জানা গেছে, তারা অধিকাংশই ফেনী, চট্টগ্রাম ও অন্যান্য এলাকা থেকে আগত। তবে স্থানীয়দের মধ্যেও কেউ কেউ স্টল খুলেছেন। অধিকাংশ স্টল খুললেও এখনও অনেক স্টলে মালামাল বসানো বাকি রয়েছে।
স্টল মালিকদের আশাবাদ যে, সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য কিনতে ক্রেতা সাধারণ এ বাজারে ভিড় করবেন। এতে মাটি নির্মিত চমৎকার বিভিন্ন আইটেম পাওয়া যাবে।
এদিকে, এ বাজারে অশ্লীলতা, বেহায়াপনা, মাদক, জুয়া সহ চরিত্র বিধ্বংসী অসামাজিক কার্যকলাপ চললে স্থানীয় ওলামা–মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতা যে কোনো মূল্যে তা রুখে দেবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।











