ঢাকা | নভেম্বর ২৪, ২০২৫ - ১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • আপডেট: Sunday, November 23, 2025 - 7:52 pm

 

এম এ হাসান, টেকনাফ প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ হাতে-নাতে টেকনাফ সদরের উত্তর লম্বরি এলাকার নূর আহমদের পুত্র হোসেন আহমেদ (৩৫) কে আটক করেছে।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর ৪:৩০ ঘটিকায় মিয়ানমার হতে গভীর সাগর দিয়ে মাদকের একটি বড় চালান টেকনাফ সদর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে অবস্থান করছে। প্রযুক্তির চোখে গভীর সাগরে সন্দেহজনকভাবে গতিবিধি পর্যবেক্ষণ করলে বিজিবি এবং র‌্যাবের যৌথ টহলদল যথাক্রমে কচ্ছপিয়া, দরগাছড়া এবং মিঠাপানিছড়া নামক স্থানে অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে নৌযানটি সৈকতের কাছাকাছি কচ্ছপিয়া ঘাটে অবস্থান করলে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্তান্তরের কার্যক্রম চলমান রাখে। এসময় বিজিবি এবং র‌্যাবের যৌথ অভিযানিক দল অপরাধীদের ঘিরে ফেললে ১ লাখ পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় এবং দুই জন মাদক পাচারকারী উত্তাল গভীর সাগরে নৌযান নিয়ে পালিয়ে যায়। আটককৃত আসামি ও জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

সিও আরও বলেন, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন—
“আজকে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে অর্জিত সফলতা আবারও প্রমাণ করলো যে, মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষায় আমরা সংকল্পবদ্ধ ও সদা প্রস্তুত। দেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্নে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোনো আপস নয়। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় এবং প্রতিটি মাদক চালান রুখে দিতে ২ বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।”