ঢাকা | নভেম্বর ২৩, ২০২৫ - ৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম

ঢাবি এবং ওডু মিডল ইস্ট ডিডব্লিউসি-এলএলসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট: Sunday, November 23, 2025 - 6:32 pm

জাগো জনতা অনলাইন।। শিক্ষার্থীদের বিনামূল্যে সফটওয়্যার বিষয়ে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দুবাই ভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি ওডু মিডল ইস্ট ডিডব্লিউসি-এলএলসি (Odoo Middle East DWC-LLC) এর মধ্যে আজ রবিবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ওডু মিডল ইস্ট ডিডব্লিউসি-এলএলসি’র হেড অব এডুকেশন মি. কেভিন ফারাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হক এবং ওডুর বাংলাদেশ সিলভার পার্টনার প্রতিষ্ঠানের বিজনেস কমিউনিকেশন ম্যানেজার মো. আলিমুজ্জামান নয়ন উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, ওডু মিডল ইস্ট ডিডব্লিউসি-এলএলসি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের সফটওয়্যার বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করবে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কর্মশালা ও সেমিনার আয়োজন করবে।

এর আগে সকালে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদের জন্য ওডু বিষয়ে অনলাইনে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।