পানছড়িতে কৃষক-শিক্ষার্থীদের পাশে দাঁড়াল বিজিবি
খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোংগা ইউনিয়নে দুঃস্থ কৃষক ও শিক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়েছে পানছড়ি জোন ৩ বিজিবি। রবিবার (২৩ নভেম্বর) ২০ জন অসহায় কৃষকের মাঝে ২০টি স্প্রে মেশিন, সার ও ধানের বীজ বিতরণ করেন লোংগা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।
মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতোমধ্যে প্রশংসিত জোন কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলাম উপকরণ বিতরণ অনুষ্ঠানে বলেন, “অশান্তিহীন, সমৃদ্ধ ও স্বনির্ভর পার্বত্য অঞ্চল গড়ে তুলতে বিজিবি সবসময়ই জনগণের পাশে থাকবে।”
কৃষকদের মাঝে উপকরণ বিতরণের পর তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া বিজিবির আওতাধীন সেলাই প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা ৬ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ প্রদান করা হয়।
মানুষের কল্যাণে বিজিবির এ উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।











