ঢাকা | নভেম্বর ২৩, ২০২৫ - ৬:৩০ অপরাহ্ন

শিরোনাম

চকবাজার থানায় এএসআইয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • আপডেট: Sunday, November 23, 2025 - 5:59 pm

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামের চকবাজার থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) অহিদুর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে থানার ব্যারাকের টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত অহিদুর রহমানের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজার এলাকায়। তার বাবার নাম মো. শহীদুল্লাহ এবং মায়ের নাম হাসিনা আকতার।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নাইট ডিউটি শেষে অহিদুর ফ্রেশ হতে টয়লেটে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বের না হওয়ায় সহকর্মীরা দরজায় নক করেন। কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায়, তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, সকালে ব্যারাকে গামছা নিয়ে টয়লেটে প্রবেশ করেন অহিদুর। সকাল সাড়ে ১০টার দিকে আরেক পুলিশ সদস্য টয়লেট ব্যবহার করতে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভেতরে উঁকি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টয়লেটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।