ঢাকা | নভেম্বর ২৩, ২০২৫ - ৬:৩০ অপরাহ্ন

শিরোনাম

চন্দনাইশ পৌরসভায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, November 23, 2025 - 4:47 pm

চন্দনাইশ প্রতিনিধি ।।

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা এলাকায় ধারাবাহিক চক্ষু শিবির আয়োজনের অংশ হিসেবে গত শনিবার (২২ নভেম্বর) দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হারলা, দক্ষিণ জোয়ারা ও পূর্ব চন্দনাইশের সংযোগস্থল নয়াহাট এলাকায় আয়োজিত দিনব্যাপী এ শিবিরে চক্ষু বিশেষজ্ঞ টিমের ১০ জন চিকিৎসক রোগী দেখা, চোখ পরীক্ষা এবং বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন।

চিকিৎসা শিবিরে প্রায় ৫০০ চক্ষু রোগী সেবা নেন। তাদের মধ্যে ১০০ জন ছানি রোগী শনাক্ত হয়। পরবর্তীতে নির্ধারিত তারিখে এসব রোগীদের শেভরন আই হসপিটালে বিনামূল্যে ছানি অপারেশন, ল্যান্স প্রতিস্থাপনসহ যাতায়াত ভাড়া ও খাবারের খরচ প্রদান করা হবে।

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, শেভরন আই হসপিটালের পরিচালক ডা. শাহাদাত হোসেন বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। জানা যায়, তার উদ্যোগে পূর্ববর্তী ক্যাম্পসমূহে ৫০০০-এর বেশি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন ও ল্যান্স প্রতিস্থাপন সেবা দেওয়া হয়েছে।

চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক ও ব্যবসায়ী ফয়েজ আহমদ। প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, “মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের যত্নে আমরা বিশেষ করে গ্রামাঞ্চলে কম সচেতন। মানুষের চোখের চিকিৎসায় বিনামূল্যে সেবা দেওয়া আমি এবাদত মনে করি।”
তিনি আরও জানান, চট্টগ্রাম শহরের বাইরে কম সুবিধাপ্রাপ্ত চন্দনাইশ–সাতকানিয়া ও দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য একটি আলাদা চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ জন্য তিনি এলাকার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ডা. শাহাদাত হোসেন জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দীন, পৌরসভা আমীর কাজী কুতুব উদ্দীন, অধ্যাপক আজম খান, সমাজসেবক হাসান আল মাসুদ, ছালেহ আহমদ কন্ট্রাক্টর, জাহাঙ্গীর আলম, আবদুল মন্নান, বোরহান উদ্দীন বাবর, হারলা ইয়ং সোসাইটির সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম, হেলাল উদ্দীন ও জয়নাল আবেদীন প্রমুখ।

চক্ষু শিবিরটি আয়োজন করে ‘মানব কল্যাণ পরিষদ’ ও ‘হারলা মুসলিম ইয়ং সোসাইটি’। শেভরন আই হসপিটালের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক কর্মকর্তা শফিউল ইসলাম।