ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় অগ্নিকাণ্ডে দোকান বসতঘর স্কুল পুড়ে ছাই

  • আপডেট: Saturday, November 22, 2025 - 5:55 pm

মো. আল আমিন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বড়াদম কার্বারী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান, বসতঘর ও পাড়া কেন্দ্র স্কুল পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দোকান মালিক কালাধন চাকমার দোকান থেকে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পাশের বসতঘর ও উন্নয়ন বোর্ড পরিচালিত পাড়া কেন্দ্র স্কুল আগুনে দগ্ধ হয়। দোকানের মালামাল, আসবাবপত্র, পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছুই নষ্ট হয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি—ক্ষতির পরিমাণ ১০–১২ লাখ টাকা।

খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাঁদের হিসেব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা হলেও দ্রুত তৎপরতায় পাঁচ লাখ টাকার মালামাল রক্ষা করা গেছে।

অগ্নিকাণ্ডে প্রাণহানি না ঘটলেও ক্ষতিগ্রস্ত পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।