ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট: Saturday, November 22, 2025 - 5:52 pm

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। কাপ্তাই নতুনবাজার ক্রিয়েটিভ বয়েজ-এর আয়োজনে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) বিকেল থেকে কাপ্তাই নতুনবাজার আনন্দমেলা মাঠে শুরু হয়েছে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট। এতে সর্বমোট ১৮টি দল অংশ নিচ্ছেন। উদ্বোধনী খেলায় নতুনবাজার দ্য ইয়াং জেনারেশন ৪-২ গোলে বেয়ংছড়ি ক্রীড়া সংঘকে পরাজিত করে।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন। এসময় ‘গেস্ট অফ অনার’ হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।

৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রুবেলের সভাপতিত্বে এসময় কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, কাপ্তাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল ইসলাম, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইব্রাহিম, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন অপুসহ প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।