ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

  • আপডেট: Saturday, November 22, 2025 - 9:35 am

 

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করে মারিশ্যা বিজিবি জোন।

শুক্রবার রাত ১০ ঘটিকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশে মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এসময় ১৪৫০ প্যাকেট (১৪৫ কার্টন) ভারতীয় সিগারেটসহ ঢাকা মেট্রো-ন-১৫৯৩৮২ নাম্বারের একটি মিনি ট্রাক পরিত্যক্ত অবস্থায় আটক করে ২৭ বিজিবি।

বিজিবি জানায়, আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মারিশ্যা জোন অবৈধ চোরাচালান ঠেকাতে বদ্ধপরিকর। তাই চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।