ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বান্দরবানে রাফোর আলোচনা সভা ও প্রীতিভোজ

  • আপডেট: Friday, November 21, 2025 - 11:41 pm

 

মোহাম্মদ আজিজ উল্লাহ, বান্দরবান।

সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর (শুক্রবার) সকাল ১১টায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন (রাফো) বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে ফ্লোরা রিসর্ট রেস্টুরেন্টে রাফোর সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) অং চ মার সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মনজুরুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে একসঙ্গে যুদ্ধে নামে সেনা, নৌ ও বিমান বাহিনী। সমন্বিত এই অভিযান মুক্তিযুদ্ধকে নিয়ে যায় বিজয়ের দ্বারপ্রান্তে। তাই এই দিনকে বাংলাদেশের ইতিহাসে বলা হয় সম্মান, সাহস আর দেশরক্ষার প্রতীক। এছাড়াও সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য বর্ণনা করা হয়। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন আবুল কাশেম, অনারারি ক্যাপ্টেন থোয়াই অংগ্য চাক, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম ওরফে বনানী সিরাজ, বান্দরবান জেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠনের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।