স্কপের চট্টগ্রাম বিভাগীয় কনভেনশন আগামীকাল: বন্দর ইজারা প্রতিহতে কঠোর কর্মসূচির ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কপের চট্টগ্রাম বিভাগীয় কনভেনশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহাম্মদ। কেন্দ্রীয় স্কপ নেতৃবৃন্দের মধ্যে থাকবেন আব্দুল কাদের হাওলাদার, মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, তপন দত্ত, আহসান হাবিব বুলবুল, এ.এ.এম. ফয়েজ হোসেন এবং মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
কনভেনশনে লালদিয়া ও পানগাঁও বন্দর ইজারা চুক্তি বাতিল এবং এনসিটিসহ চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার “ষড়যন্ত্র” প্রতিহতের বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য হিসেবে উঠবে। শ্রমিক নেতারা মনে করছেন, দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরসমূহ বেসরকারি বা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চেষ্টা শ্রমিক স্বার্থ, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক সার্বভৌমত্বের জন্য বড় হুমকি তৈরি করছে। এ বিষয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে কনভেনশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শ্রমিক নেতারা ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির বিষয়েও তারা ভাবছেন। বন্দর ইজারা বন্ধে আন্দোলনকে সর্বস্তরের শ্রমিক সমাজের অংশগ্রহণে ব্যাপক পরিসরে গড়ে তোলার বিষয়ে কনভেনশনে সিদ্ধান্ত হতে পারে।
এছাড়া সকল শ্রমিকের আইনি স্বীকৃতি ও তথ্যভাণ্ডার গঠন, স্থায়ী শ্রম কমিশন গঠন করে মর্যাদাপূর্ণ জাতীয় মজুরি নির্ধারণ, সামাজিক সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, সংগঠনের স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শ্রমিকের অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়েও বিস্তারিত আলোচনা হবে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ এবং স্কপের ৯ দফা বাস্তবায়নের রূপরেখা নির্ধারণও কনভেনশনের আলোচনায় গুরুত্ব পাবে।
কনভেনশনে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। শ্রমিক অধিকার, বন্দর রক্ষা আন্দোলন এবং সম্ভাব্য কঠোর কর্মসূচিকে কেন্দ্র করে এই কনভেনশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।











