শাহজাদপুরে জামাইয়ের দুর্ব্যবহারে শাশুড়ির আত্মহত্যা
জাগো জনতা অনলাইন।। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পল্লী অঞ্চল কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে জামাইয়ের দুর্ব্যবহারে শাশুড়ি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় জামাই পলাতক রয়েছে।
জানা গেছে, উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী মরিয়ম খাতুন (৫০ তার মেয়েরে জামাই আজিজুলের সাথে গত বুধবার রাতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একটি সিলবারের থালা দিয়ে জামাই শাশুড়ির মাথার আঘাত করে এবং গালিগালাজ করে। এ কারণেই সে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
নিহতের মেয়ে কল্পনা খাতুন বলেন, আমি এদিন ভোরে মা কে ধরনায় সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করি। এসময় এলকাবাসির সহায়তায় লাশ নামিয়ে রাখি।
থানার অফিসার ইনচার্জ মো. আছলাম আলী জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। তবে পোষ্ট মর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।











