ঢাকা | নভেম্বর ২০, ২০২৫ - ৯:২৫ অপরাহ্ন

শিরোনাম

মোংলায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

  • আপডেট: Thursday, November 20, 2025 - 6:16 pm
স্টাফ রিপোর্টার, মোংলা।। মোংলার দক্ষিণ চিলা এলাকায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে একটি বসত ঘর। বুধবার রাতে বৈদ্যুতিক সট-সার্কিট থেকে আগুন লেগে পুড়ে যায় মো. তৈয়বুর রহমানের ঘরটি।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ছুটে যান পৌর বিএনপির সভাপতি এবং সাবেক পৌর মেয়র ও বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জুলফিকার আলী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি ক্ষতিগ্রস্ত তৈয়বুর রহমানের হাতে নগদ টাকা, কাপড়চোপড়, চাল, তেল, ডালসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। এছাড়া তৈয়বুরের পরিবারের জন্য নতুন একটি ঘর তৈরি করে দেয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। একইসঙ্গে ঘর নির্মাণে স্বেচ্ছায় শ্রম দিবেন চিলা ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। তারা সেখানে কাজও শুরু করেছে বলে জানা গেছে।
জুলফিকার আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদাণ করা হয়েছে। এছাড়া জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নতুন একটি ঘর নির্মাণ করে দেয়া হবে।  এসময় উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদারহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।