ঢাকা | নভেম্বর ২০, ২০২৫ - ১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

মহালছড়িতে তাঁতী দলের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা

  • আপডেট: Wednesday, November 19, 2025 - 10:50 pm

 

মোঃ কাউছারুল ইসলাম,মহালছড়ি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা তাঁতীদলের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত নির্বাচনী সভার শেষে মহালছড়ি বাজারে লিফলেট বিতরণ করা হয়।

প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। ২৯৮ নং আসনে জাতীয় সংসদের সাবেক এমপি, মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে লিফলেট বিতরণ করেন জেলা তাঁতীদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন। এসময় তিনি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

লিফলেট বিতরণের পূর্বে স্থানীয় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহালছড়ি উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ হাশেম আলীর সভাপতিত্বে এবং মহালছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সাত্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তাঁতীদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন। বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল ভূইয়া, জেলা তাঁতীদলের সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার, মহালছড়ি উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূইয়া যখন এমপি ছিলেন, সে সময় মহালছড়ি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসা, কালভার্ট, সব কাঁচা রাস্তা পাকা করেছিলেন। আগামীতে ওয়াদুদ ভূইয়া এমপি নির্বাচিত হলে মহালছড়িতে কোনো রাস্তা কাঁচা থাকবে না; মসজিদ, মন্দির, স্কুল-কলেজ ও বিদ্যুতের উন্নয়ন করা হবে।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, মোঃ জনাব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।