ঢাকা | নভেম্বর ২০, ২০২৫ - ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাঙামাটির বৈষম্যমূলক নিয়োগ ইস্যুতে সিএইচটি সম্প্রীতি জোটের উদ্বেগ, শিক্ষার্থীদের হরতালে সমর্থন

  • আপডেট: Wednesday, November 19, 2025 - 9:17 pm

নিজস্ব প্রতিবেদক।

রাঙামাটি জেলা পরিষদের সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে অঞ্চলে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক সম্মানের চর্চা শক্তিশালী করতে কাজ করা এই সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রতিক নিয়োগ কার্যক্রম পাহাড়ের মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ও ২১ নভেম্বর রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ হরতালের কর্মসূচি ঘোষণা করেছে, সিএইচটি সম্প্রীতি জোট সেই কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।

সংগঠনটি জানায়, পাহাড়ের মানুষ সবসময় মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অহিংসতার চর্চায় বিশ্বাসী। সম্প্রীতি জোট সেই পথেই অটল থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে তারা আশা প্রকাশ করে সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং উত্তেজনা ছড়ানোর মতো যেকোনো অপতৎপরতা থেকে বিরত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাহাড়ের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতি রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এ কাজে ‘সিএইচটি সম্প্রীতি জোট’ সর্বদা অঙ্গীকারবদ্ধ।