ঢাকা | নভেম্বর ১৯, ২০২৫ - ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতালে সমর্থন পিসিএনপি’র, সংকট নিরসনে জেলা পরিষদের প্রতি আহবান

  • আপডেট: Wednesday, November 19, 2025 - 7:54 pm

রাঙামাটি জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্যের অভিযোগের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ডাকা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ৩৬ ঘণ্টার হরতালে সমর্থন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখা।

 

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম বলেন, জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে উত্থাপিত হলেও পরিষদ তা আমলে নেয়নি। বিশেষ আইনে পরিচালিত একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে আলোচনার মাধ্যমে সংকট নিরসন করার ক্ষমতা পরিষদের থাকলেও তারা তা ব্যবহার করেনি। বরং গণদাবিকে উপেক্ষা করে পরিস্থিতিকে আরও জটিল করেছে।

 

বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, সাম্প্রতিক ঘটনাবলীতে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের পক্ষপাতমূলক ও সাম্প্রদায়িক আচরণ পরিলক্ষিত হয়েছে, যা জুলাই বিপ্লব পরবর্তী গঠিত জেলা পরিষদের নীতি ও প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় তার পদে থাকার নৈতিক ও যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেন তারা।

 

নাগরিক পরিষদ আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করার দাবি জানিয়ে বলেন, সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সংকট নিরসনের পর পুনরায় নিয়োগ প্রক্রিয়া চালু করা উচিত।

 

বিবৃতিতে রাঙামাটিবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালন এবং সকল পক্ষকে সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও আহবান জানানো হয়।