ঢাকা | নভেম্বর ১৯, ২০২৫ - ১১:১০ অপরাহ্ন

শিরোনাম

রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

  • আপডেট: Wednesday, November 19, 2025 - 7:11 pm

নিজস্ব প্রতিবেদক।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত একজন এবং যৌতুক নিরোধ আইনের একজনসহ মোট দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি মো. ইয়াছিন (৫৫), শিলক মিনাগাজীরটিলা পূর্ব পাড়া গ্রামের মৃত জাফর আহমদের ছেলে। অপর গ্রেফতার মো. হারুন (২৬), পদুয়া ইউনিয়নের নারিশ্চা নতুনপাড়া এলাকার আলী আহাম্মদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেফতার ইয়াছিনের বিরুদ্ধে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পরোয়ানা রয়েছে। অন্যদিকে গ্রেফতার হারুন ২০১৮ সনের যৌতুক নিরোধ আইনের ধারা ৩-এর পরোয়ানাভুক্ত আসামি।

তিনি আরও জানান, বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।