ঢাকা | নভেম্বর ১৯, ২০২৫ - ৯:৪১ অপরাহ্ন

শিরোনাম

রাউজানে তিন অস্ত্রধারী গ্রেপ্তার, বিদেশি পিস্তলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • আপডেট: Wednesday, November 19, 2025 - 5:44 pm

নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রামের রাউজানে তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র। বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

এর আগে মঙ্গলবার রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাউজান থানা ও পটিয়া থানার সমন্বিত অভিযানে প্রথমে স্থানীয় মুদি দোকানদার জহির আহমেদকে আটক করা হয়। পরে তার দোকানের রেক থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

জহিরের তথ্যের ভিত্তিতে পটিয়া থানার হাই ঈদগাঁ মাইজপাড়া এলাকা থেকে মো. সাকিবুল ইসলাম ও মোহাম্মদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতার তিনজন হলেন—রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অলি আহমেদের ছেলে জহির আহাম্মদ (৫২), একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাবিবের ছেলে মো. সাকিবুল ইসলাম (২২) ও মোহাম্মদ রানা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল আরও বলেন, সোমবার (১৭ নভেম্বর) রাউজান থানার একটি মামলায় গ্রেপ্তার হওয়া আসামি হুমায়ুন উদ্দীনের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর চৌধুরীহাট এলাকার একটি পুকুরপাড় থেকে পুঁতে রাখা অবস্থায় একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। এসব অস্ত্র মামলার পলাতক আসামি মহিউদ্দিন লুকিয়ে রেখেছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।