ঢাকা | নভেম্বর ১৯, ২০২৫ - ৭:০৪ অপরাহ্ন

শিরোনাম

নির্বাচনে চ্যালেঞ্জ থাকলেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী : অ্যাড. দীপেন দেওয়ান

  • আপডেট: Wednesday, November 19, 2025 - 4:27 pm

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।

রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে ধানের শীষের জয় শতভাগ নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, যেখানে যাচ্ছি সেখানেই ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় বিএনপির পক্ষে গণজোয়ার এসেছে। আমরা বিএনপি পরিবার সকলেই ঐক্যবদ্ধ আছি।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সে জেলা বিএনপির আয়োজনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, ১০ উপজেলা ও পৌরসভা বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদের সঞ্চালনা ও সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সুশোভন দেওয়ান আগা, বাবুল আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।